রবিবার, ২ জুলাই ২০১৭
পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সিলেটে ৪০টি গ্রাম প্লাবিত
Home Page » এক্সক্লুসিভ » পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সিলেটে ৪০টি গ্রাম প্লাবিত
সিলেটপ্রতিনিধি, বঙ্গ-নিউজঃ সিলেট অঞ্চলে পাহাড়ি ঢলের পানি, নদী ও হাওরের পানি বেড়ে প্লাবিত হয়েছে ৪০ টি গ্রাম। প্লাবিত অঞ্চলের মধ্যে রয়েছে সিলেট সদর, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলার কমপক্ষে অর্ধশত গ্রাম। পাশাপাশি প্লাবিত হয়েছে সিলেটের বালাগঞ্জ, ওসমানীনগর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট।
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক জরুরি সভা আহ্বান করেছে। সেখানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জেলা প্রশাসন বলছে, নয় উপজেলার বন্যার কারণে পানিবন্দী হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ।
জানা গেছে, বন্যার কারণে আক্রান্তদের নয়টি আশ্রয়কেন্দ্রের মাধ্যমে ৮৯টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসাসহ সব ধরনের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, বন্যা আক্রান্তদের সংখ্যাটা প্রায় দেড় লাখ ছাড়িয়ে যাবে।
বন্যাদুর্গত লোকজন জানান, প্রায় ৫০টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। সেখানে পড়াশোনা ব্যহত হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হলেও সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার রাতেও মুষলধারে বৃষ্টি হয়েছে।
শনিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা আক্রান্ত গ্রামগুলো পরিদর্শন করেন। তিনি জানান, নদীর আশেপাশের গ্রামগুলোই বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যার্তদের জেলা প্রশাসন ইতোমধ্যে ১২৭ মেট্রিক টন চাল ও ২ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করেছে। সহায়তা লাগলে আরো দেয়া হবে।
বাংলাদেশ সময়: ০:২৪:১৯ ৪৬৫ বার পঠিত