শনিবার, ১ জুলাই ২০১৭
পরলোকে চলে গেলেন সংগীত গবেষক করুণাময় গোস্বামী
Home Page » এক্সক্লুসিভ » পরলোকে চলে গেলেন সংগীত গবেষক করুণাময় গোস্বামীবঙ্গ-নিউজঃ শুক্রবার রাত পৌঁনে ১২ টায় রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মারা গেছেন। বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
করুণাময় গোস্বামীর সন্তানরা দেশের বাইরে অবস্থান করছেন। ড. করুণাময় গোস্বামীর স্ত্রী চিত্রা দেবী গুরুতর অসুস্থ। গতকাল শুক্রবার রাতেই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে সায়ন্তন গোস্বামী এখন কানাডায় আছেন আর মেয়ে তিথি গোস্বামী আছেন যুক্তরাষ্ট্রে। গতকাল শুক্রবার রাতেই তাদেরকে বাবার মৃত্যু সংবাদ জানানো হয়েছে। ধারনা করা হচ্ছে, সায়ন্তন আগামীকাল রোববার সকালে আর তিথি আজ শনিবার রাতে ঢাকায় পৌঁছুবেন।
তাঁরা দেশে ফিরলেই তাঁর সৎকারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তপন বাগচী।
ড. করুণাময় গোস্বামীর ভাগ্নের স্ত্রী সুবর্ণা ঘটক জানান, গত বৃহস্পতিবার থেকে ড. করুণাময় গোস্বামীর জ্বর ছিল। গতকাল রাতে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় রাতের খাবার খেয়েছেন। তখনো তিনি স্বাভাবিক ছিলেন। এরপর তিনি বাথরুমে গিয়ে পড়ে যান। তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শমরিতা হাসপাতালের শবহিমাগারে ড. করুণাময় গোস্বামীর মৃতদেহ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:১৮:০৮ ৪৫৯ বার পঠিত