শুক্রবার, ৩০ জুন ২০১৭

আইএস স্বঘোষিত ‘খিলাফত’ এর পতন ঘোষণা করেছে ইরাকের সেনাবাহিনী

Home Page » প্রথমপাতা » আইএস স্বঘোষিত ‘খিলাফত’ এর পতন ঘোষণা করেছে ইরাকের সেনাবাহিনী
শুক্রবার, ৩০ জুন ২০১৭



---
বঙ্গ-নিউজঃ  আট মাস লড়াইয়ের পর ইরাকের সরকারি সেনারা মসুলের ধ্বংস হয়ে যাওয়া মসজিদটি পুনর্দখল করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত ‘খিলাফত’ এর পতন ঘোষণা করেছে। ইরাকের সেনাবাহিনী একথা জানিয়েছে।
তিন বছর আগে মসুলে নিজেদের খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল আইএস। তাদের রাজধানী হিসেবে ব্যবহৃত মসুল শহর থেকে জঙ্গিদের পুরোপুরি উৎখাত করে বিজয় ঘোষণা করতে খুব অল্প সময় লাগবে বলে এর আগেই আশা প্রকাশ করেছিল ইরাকি বাহিনী।

কারণ, পুরনো এ শহরে আইএসের শেষ অবস্থানস্থলে মাত্র কয়েকশ’ জঙ্গি বেসামরিক লোকজনের মধ্যে ঘাপটি মেরে থেকে লড়াই চালিয়ে যাচ্ছিল।

সোমবার ইরাকি বাহিনী নুরি মসজিদের একেবারে কাছে পৌঁছে যায়। আর এখন তারা ৮৫০ বছরের পুরোনো গ্র্যান্ড আল-নূরি মসজিদটি দখলে নিয়ে এক বড় ধরনের প্রতীকী জয় পেল।

ইরাকের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, “তাদের (আইএস) বানানো রাষ্ট্রের পতন ঘটেছে।”

এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাকি বাহিনী মসজিদটি দখলের লড়াইয়ে অগ্রসর হতে থাকার সময় আইএস জঙ্গিরা নূরি মসজিদটি উড়িয়ে দেয় এবং এর মিনার ধ্বংস করে দেয়।

২০১৪ সালের জুন থেকে এ মসজিদেরই আল হাদবা মিনারে ওড়ানো ছিল আইএস এর কালো পতাকা।

বাংলাদেশ সময়: ৭:১০:৫৬   ৩৪৭ বার পঠিত