বুধবার, ২৮ জুন ২০১৭
ভেনিজুয়েলায় সুপ্রিমকোর্টের ওপর হেলিকপ্টার থেকে গুলিসহ গ্রেনেড হামলা
Home Page » প্রথমপাতা » ভেনিজুয়েলায় সুপ্রিমকোর্টের ওপর হেলিকপ্টার থেকে গুলিসহ গ্রেনেড হামলা
বঙ্গ-নিউজঃ ভেনিজুয়েলায় সুপ্রিমকোর্টকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলিসহ গ্রেনেড হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পুলিশের কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার কোর্ট ভবনের ওপরে চক্কর দিতে দিতে গুলি ছুড়ছে। একসময় সেখানে গ্রেনেডও ছোড়া হয়।
এর আগে, এক ভিডিও বার্তায় মাদুরো সরকারের সমালোচনা করে হামলায় অংশ নেয়া এক পুলিশ কর্মকর্তাকে বলতে দেখা যায়- ‘আমরা এই অপরাধী সরকারকে উৎখাতে নিযুক্ত হয়েছি।’
তবে এই গুলি ও গ্রেনেড হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মাদুরো বলেন, আমি শান্তি রক্ষায় পুরো সশস্ত্র বাহিনীকে কাজ করার নির্দেশ দিয়েছি। আমরা খুব শিগগিরই হেলিকপ্টারটি জব্দ করবো ও দায়ী ব্যক্তিকে আটক করবো। বিবিসি।
বাংলাদেশ সময়: ১৪:৫৮:৪৭ ৩৬৫ বার পঠিত