মঙ্গলবার, ২৭ জুন ২০১৭
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট করে নির্মমভাবে গৃহবধূকে হত্যার অভিযোগ
Home Page » সারাদেশ » গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট করে নির্মমভাবে গৃহবধূকে হত্যার অভিযোগ
ফয়সাল হাবিব সানি, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট করে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ময়না খানম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার এ অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঈদের দিন (সোমবার) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে। ঘটনার জের ধরে পুলিশ নিহতের শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে।
এ ঘটনায় নিহত ময়না খানমের ভাই মামুন শেখ বঙ্গ-নিউজকে জানান, ২০ বছর আগে টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার বশার শেখের সাথে তার বোন ময়না খানম বিবাহবন্ধনে অাবদ্ধ হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বিভিন্নভাবে জোরপূর্বক যৌতুকের নামে টাকা চেয়ে আসছিলো। বোনের সুখের কথা ভেবে তাদেরকে বিভিন্ন সময় টাকাও দেওয়া হয়। ক্রমেই তাদের টাকা চাওয়ার পরিমাণ বাড়তে থাকে। এমতাবস্থায় অধৈর্য ও দিশেহারা হয়ে অামার বোন ময়না তাদেরকে টাকা দিতে আস্বীকার করে। এতে করে উগ্র হয়ে ময়নার পা বেঁধে ব্যাটারিচালিত রিক্সা চার্জ দেওয়ার তার দিয়ে তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম এনামুল কবীর এ বিষয়ে বলেন, ময়না খানমের মৃতদেহ পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ১৫:০৮:০১ ৩৮৬ বার পঠিত