মঙ্গলবার, ২৭ জুন ২০১৭

এ কেমন পৈশাচিক উল্লাস!!-মাহমুদা খাঁ ( ফেসবুক থেকে)

Home Page » ফিচার » এ কেমন পৈশাচিক উল্লাস!!-মাহমুদা খাঁ ( ফেসবুক থেকে)
মঙ্গলবার, ২৭ জুন ২০১৭



---
বঙ্গ-নিউজঃ   দিনাজপুরের কাহারোল উপজেলার বিরলি গ্রামের দরিদ্র মেধাবী কিশোর ধন্যারাম রায়। গ্রাম বাংলার আর ১০ টা কিশোরের মতোই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত।ছিলো দরিদ্র কৃষক পরিবারের একমাত্র আশার আলো।কিন্তু সবকিছুই উড়ে গেলো এক মূহূর্তের কালবৈশাখী ঝড়ে।
এলাকার কুখ্যাত গ্রাম্য সন্ত্রাসী শাহজাহান। এর আগেও হত্যা মামলার আসামী ছিলো সে। কিছুদিন আগেই তার আরেক গুণধর ভাই ধরা পড়েছে পুলিশের হাতে জেএমবি জঙ্গি হিসেবে। তার উপরে চাচা শ্বশুর সাইফুল প্রভাবশালী ইউপি সদস্য। কাজেই ক্ষমতার দাপটে মাটিতে পা পড়ার কোন কারণ নেই।
এই শাহজাহানের গরু ঢুকে পড়ে ধন্যারামদের বিচলি ক্ষেতে। পাড়িয়ে মারিয়ে নস্ট করে ফেলতে শুরু করে গরীব কৃষকের ছোট্ট ক্ষেতটি। শাহজাহানের গরু বলে কথা!! ধন্যারামের মা পারনা বালা দেখতে পেয়ে ক্ষেতে যান গরুটি তাড়িয়ে দিতে। কিন্তু এই দরিদ্র কৃষক বধুর জানা ছিলোনা যে , শাহজাহানদের গরুর গায়ে হাত দেয়া যায়না। গরু আটকের খবর শুনেই দলবল নিয়ে ছুটে আসে শাহজাহান। শুরু করে মারধর আর পড়নের কাপড় খুলে চেস্টা চালায় শ্লীলতাহানির্।
মায়ের বিপদ দেখে ছুটে আসে কিশোর ধন্যারাম। আর সেটাই হলো তার কাল। শাহজাহান আর তার ডাকাতের দল মাকে বাদ দিয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলের উপরে। হাত পা বেধেঁ নিয়ে যায় পাশের ভুট্টাক্ষেতে। সেখানে অমানুষিক নির্যাতনের পরে অণ্ডকোষ থেতলে দিয়ে খুন করে।
আজ পর্যন্ত থানায় একটি হত্যা মামলাও রুজু করা যায়নি। উপরন্তু শাহজাহানের প্রভাবশালী চাচা শ্বশুর প্রভাব খাটিয়ে সর্বোচ্চ চেস্টা চালাচ্ছে একটি পরিষ্কার হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার্। এরা এমনই প্রভাবশালী যে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী অফিসার বলেন , “আমাকে যেমন বলা হয়েছে তেমন লিখেছি উপরের নির্দেশ”!! হায়রে উপরের নির্দেশ!!!! মোঘল গেলো , ব্রিটিশ গেলো ,পাকিস্তান গেলো , শুধু তোমারই আর বিদায় হলোনা!!!!
সবচেয়ে অবাক কাণ্ড হলো , এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি দেশের মেইনস্ট্রিম মিডিয়া বা নিউজ পোর্টালে স্থান পায়নি। যারা নুসরাত ফারিয়ার বায়ু দূষণ বা কেকা ফেরদৌসীর নুডলস নিয়ে অনলাইন আর প্রিন্ট মিডিয়াতে রীতিমতো ঝড় তোলেন। প্রত্যন্ত গ্রাম বাংলার এক নিরাপরাধ কিশোরের নির্মম হত্যাকাণ্ড নিয়ে তেমন কোন মাথাব্যথাই যেন নেই তাদের্। শুধুমাত্র একটি স্থানীয় পোর্টালে এসেছে নিউজটি। গতকাল বন্ধবর অনলাইন এক্টিভিস্ট Juliyas Caesar লিংকটি ইনবক্স করলে জানতে পারি। আর স্থানীয় কিছু মানুষের সাথে যোগাযোগ করি। সিজার না জানালে বিষয়টি আমারো অজানাই থেকে যেতো। কারণ দিনাজপুরের কাহারোল উপজেলার বিরলি গ্রামের দরিদ্র মেধাবী কিশোর ধন্যারাম রায়। গ্রাম বাংলার আর ১০ টা কিশোরের মতোই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত।ছিলো দরিদ্র কৃষক পরিবারের একমাত্র আশার আলো।কিন্তু সবকিছুই উড়ে গেলো এক মূহূর্তের কালবৈশাখী ঝড়ে।

Rajesh দার ওয়াল থেকে।

---

বাংলাদেশ সময়: ১৫:০০:৪৪   ১৭৩৩ বার পঠিত