মঙ্গলবার, ২৭ জুন ২০১৭
বাংলার গ্রাম - লুত্ফর রহমান (হিমু)
Home Page » সাহিত্য » বাংলার গ্রাম - লুত্ফর রহমান (হিমু)বাংলার গ্রাম
আমার এই গাঁয়ের পথে
মাঠিতে, সোনালি ধান ক্ষেতে
গাছপালার ভীরে
পাখিদের নীড়ে
আর গ্রাম্য বঁধুর এলোকেশে
এই বাংলা মাকে দেখি।
খররোদ্র দুপুরে
রাখালের বাঁশির করুন সুরে
পাখির কিচিরমিচিরে
সবুজের এই অপরুপ সাঁজে
আমি আমার বাংলা মাকে দেখি
আর বাতাসের স্নিগ্ধ গন্ধ গায়ে মাখি।
বাংলাদেশ সময়: ১৩:১৫:২৪ ৫১০ বার পঠিত