রবিবার, ২৫ জুন ২০১৭

টোল আদায়ে সমস্ত রেকর্ড ভাঙ্গল বঙ্গবন্ধু সেতু

Home Page » অর্থ ও বানিজ্য » টোল আদায়ে সমস্ত রেকর্ড ভাঙ্গল বঙ্গবন্ধু সেতু
রবিবার, ২৫ জুন ২০১৭



bongobondhu-bridge.jpg
বঙ্গ-নিউজঃ  টোল আদায়ে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙ্গেছে দেশের বৃহৎ বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে প্রায় ২৭ হাজার উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী পরিবহন পারাপার হয়েছে। আর এতে দুই কোটি ১৫ লাখ টাকা টোল আদায় হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুটি চালু হওয়ার পর থেকে এর আগে এতো পরিমাণ টোল আদায় হয়নি। বর্তমানে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) সেতুর টোল আদায়ের কাজ করছে।

বঙ্গবন্ধু সেতু ব্যবহার করে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২৬টি জেলায় পরিবহন চলাচল করে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গে ১৬ হাজার ৭৭০ বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন পারাপার হয়েছে। এছাড়া ঢাকাগামী ৯ হাজার ৯৬২টি পরিবহন সেতু পাড় হয়েছে।

কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) এর ম্যানেজার আমিনুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ২৬ হাজার ৬৭২টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে ২ কোটি ১৫ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। ঈদের পর ফিরতি পথে এর পরিমাণ আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, যমুনা নদীর ওপর অবস্থিত ৪.৮ কিলোমিটার দৈর্ঘের বঙ্গবন্ধু সেতুর নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৮ সালে। যমুনা নদীর পূর্ব তীরের টাঙ্গাইল এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের ২৫টি জেলাকে সংযুক্ত করেছে সেতুটি।

বাংলাদেশ সময়: ০:১৬:০৩   ৫১৯ বার পঠিত