শনিবার, ২৪ জুন ২০১৭
ক্যামেরা নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে সৃজনশীলতা দেখাল সিএনএন
Home Page » প্রথমপাতা » ক্যামেরা নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে সৃজনশীলতা দেখাল সিএনএনহোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ের স্কেচ। ছবি: সংগৃহীত
বঙ্গ-নিউজঃ কিছু প্রেস ব্রিফিংয়ে ক্যামেরা নিষিদ্ধ করছে হোয়াইট হাউস। এ অবস্থায় হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ের খবর পরিবেশনে গতকাল শুক্রবার মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনএন এক সৃজনশীল কৌশল বেছে নিয়েছে। তারা হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে স্কেচশিল্পী পাঠিয়েছে।
সিএনএনের খবরে বলা হয়, ক্যামেরা নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে গতকাল নেটওয়ার্কটি তাদের স্কেচশিল্পী বিল হেনেসিকে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে পাঠায়।
বিল সিএনএনের সুপ্রিম কোর্ট বিটের নিয়মিত স্কেচশিল্পী। তিনি গতকাল বিকেলে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে যান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের ব্রিফিংয়ের স্কেচ করেন তিনি।
হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ইজল (ছবি আঁকার কাঠের তেপায়া ফ্রেম) নিয়ে যাননি বিল। তিনি ব্রিফিং কক্ষের পেছনে দাঁড়িয়ে সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ করেছেন।
বিলের স্কেচ শুধু সিএনএনের ব্যবহারের জন্যই সংরক্ষিত নয়। অন্য গণমাধ্যমও তা ব্যবহার করতে পারে।
হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে সিএনএনের স্কেচশিল্পী পাঠানোর ঘটনার সমালোচনা করেছে কিছু রক্ষণশীল গণমাধ্যম। তারা একে সিএনএনের চমকবাজি হিসেবে আখ্যায়িত করেছে।
তবে সিএনএন বলছে, সাংবাদিকতার কাজেই হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে স্কেচশিল্পী গেছেন। সেখানে তিনি সাংবাদিকতার কাজই করেছেন, যেমনটা করেন আদালতের কক্ষে।
বাংলাদেশ সময়: ১৯:০২:০১ ৪৫৭ বার পঠিত