শনিবার, ২৪ জুন ২০১৭

কম খরচে ৩১ উপগ্রহ মহাকাশে পাঠালো ভারত

Home Page » অর্থ ও বানিজ্য » কম খরচে ৩১ উপগ্রহ মহাকাশে পাঠালো ভারত
শনিবার, ২৪ জুন ২০১৭



indiaa-rocketbongo-news.jpg
বঙ্গ-নিউজঃ ৩১টি ক্ষুদ্র উপগ্রহ নিয়ে মহাকাশে গমন করেছে ভারতীয় রকেট। গতকাল শুক্রবার দেশটির অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে এই রকেটটি ছোঁড়া হয়। এ রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে ভারতের অধিকার আরও পোক্ত হলো বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পৃথিবীর হাই রেজুলেশন ছবি তোলার জন্য পাঠানো এসব উপগ্রহের মালিকানা ভারতসহ মোট ১৪টি দেশের। ৩১টি ক্ষুদ্র উপগ্রহের মধ্যে ৭১২ কেজি ওজনের ভারতীয় কৃত্রিম উপগ্রহ কার্টোস্যাট-২ রয়েছে।

এছাড়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া, বেলজিয়াম, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং সোলভাকিয়া ছাড়াও আরও আটটি দেশ ভারতের এই রকেটের মাধ্যমে কম খরচে তাদের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।

বিশ্বে উপগ্রহ বা অন্যান্য জিনিস মহাকাশে পাঠানোর এক ধরণের ব্যবসা রয়েছে। স্পেস ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী ২০১৫ সালেই বিশ্ব মহাকাশ শিল্প খাতে মোট ৩২৩ বিলিয়ন ডলার ব্যবসা হয়েছে। এর মধ্যে শূন্য দশমিক ৬ শতাংশ ব্যবসা ভারতের দখলে ছিলো। তবে ধীরে ধীরে এই খাতে ভারতের ব্যবসা বাড়বে বলেই ধারনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৩৪   ৪৪১ বার পঠিত