শনিবার, ২৪ জুন ২০১৭

দিনাজপুরে উপমহাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠ তৈরি করা হচ্ছে

Home Page » প্রথমপাতা » দিনাজপুরে উপমহাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠ তৈরি করা হচ্ছে
শনিবার, ২৪ জুন ২০১৭



dinajpur-eidgahbongo-news.jpg

বঙ্গ-নিউজঃ  উত্তরের জেলা দিনাজপুরে উপমহাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠ তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে, এই ঈদগাহের নির্মাণকাজ শেষ হলে এটিই হবে বাংলাদেশ তথা উপমহাদেশের সবচাইতে বড় ঈদগাহ। এক সঙ্গে পাঁচ লক্ষ মানুষ এই ঈদ্গাহে নামাজ পড়তে পারবেন।

এই ঈদগাহ নির্মাণের পেছনে মূল পৃষ্ঠপোষকের কাজ করছেন স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের এমপি ইকবালুর রহিম। ইতোমধ্যেই ঈদগাহটিকে চালু করার লক্ষ্যে স্থানীয় সব জামে মসজিদের খতিব, ইমাম, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেছেন তিনি।

ঈদগাহের ৫২ গম্বুজ বিশিষ্ট মিনারের মূল অংশ তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ৫২ গম্বুজের দুই ধারে থাকবে ৬০ ফুট করে ২টি মিনার। আর মাঝখানে দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা হবে ৫৫ ফুট।

বলা হচ্ছে, প্রায় ৫ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারা এতোবড় ঈদগাহ মাঠ উপমহাদেশে আর একটিও নেই। এটি দেশের অন্যতম ও বড় ঈদগাহ মাঠ শোলাকিয়াকেও পেছনে ফেলে দেবে।

sholakia_eidgah_convertedbongo-news.jpg

উল্লেখ্য, পাক-ভারত উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশের কিশোরগঞ্জের শোলাকিয়ায়। প্রায় লাখো মানুষ এই ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করেন।

বর্তমানে শোলাকিয়া ময়দানের আয়তন ৭ একর। শোলাকিয়া ময়দানে প্রায় ২৬৫টি মুসল্লীর কাতার হতে পারে। প্রতি কাতারে মুসল্লী দাঁড়াতে পারেন কমপক্ষে ৫০০ জন। এছাড়া নামাজের সময় ঈদগাহের আশেপাশে মাঠে, বাড়ির উঠানে ও সড়কে দাঁড়ানো মুসল্লী নিয়ে কমসেকম তিন লক্ষ মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করে শোলাকিয়ায়।

বাংলাদেশ সময়: ১৮:২১:০৩   ৪৩০ বার পঠিত