শনিবার, ২৪ জুন ২০১৭

ইরান কাতারে প্রতিদিন ১১০০ টন খাদ্য পাঠাচ্ছে

Home Page » অর্থ ও বানিজ্য » ইরান কাতারে প্রতিদিন ১১০০ টন খাদ্য পাঠাচ্ছে
শনিবার, ২৪ জুন ২০১৭



bongo-news-and-qatar.jpg
বঙ্গ-নিউজঃ  অবরোধের এই ক্রান্তিকালে কাতারে প্রতিদিন ১১০০ টন খাদ্য পাঠাচ্ছে ইরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি বন্দর থেকে এসব খাবার কাতারে পাঠানো হচ্ছে।

ইরানের বুশেহর প্রদেশের বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মাদ মেহেদি বোনচারি জানান, এসব খাদ্যের মধ্যে বেশিরভাগই থাকছে তাজা শাকসবজি ও ফলমূল।

দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর মধ্যে রয়েছে, দায়ের, বোলখেইর ও জেনাভে। এসব বন্দর থেকে প্রতিদিন ১১০০ টন খাদ্য কাতারে রপ্তানি করা হচ্ছে। মেহেদি বোনচারি বলেন, যতোদিন সৌদির অবরোধ চলবে, আমরা খাদ্য পাঠাতে থাকবো।

উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনে সাতটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এই দেশগুলো হলো সৌদি আরব, মিসর, বাহরাইন, আরব আমিরাত, লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপ। তাদের অভিযোগ, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে নানাভাবে সহায়তা করছে কাতার।

এদিকে মুসলিম অধ্যুষিত সৌদি আরবসহ মোট সাতটি দেশ কাতারের সাথে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর দেশটির প্রতি সকল প্রকার সমর্থন ব্যক্ত করে ইরান। দেশটি কাতারের সমস্ত অসুবিধা দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:১৩:০৪   ৩৮৩ বার পঠিত