শনিবার, ২৪ জুন ২০১৭
পূর্বের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ
Home Page » অর্থ ও বানিজ্য » পূর্বের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভবঙ্গ-নিউজঃ পূর্বের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রিজার্ভ ৩৩ বিলিয়ন (৩ হাজার ৩০০ কোটি ডলার) মার্কিন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পরিমাণ রিজার্ভ দিয়ে প্রায় ৯ মাসের আমাদানি ব্যয় মেটানো সম্ভব। গত বছরের তুলনায় এ বছর রিজার্ভ বেড়েছে সাড়ে ১০ শতাংশ। গত মে মাসের শেষ দিনে রিজার্ভ ছিল ৩ হাজার ২২৪ কোটি ৫৬ লাখ ডলার।
রপ্তানী ও রেমিট্যান্স আয় ইতিবাচক থাকায় বিপুল পরিমান রিজার্ভ জমছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র। গত কয়েক বছর ধরেই রিজার্ভের পরিমাণ বাড়ার গতি অব্যহত রয়েছে।
২০০১ সালে বিদেশি মুদ্রার সঞ্চয়ন ১০০ কোটি ডলারের নিচে নেমে যাবে এই ভয়ে আকুর আমদানি বিল বকেয়া রাখা হয়েছিলো। সেই ঘটনার ১৬ বছর পর বাংলাদেশের রিজার্ভ ৩২ গুণ বেড়ে এখন সেটি ৩৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
চলতি অর্থবছরের দশ মাসে পণ্য আমদানিতে বাংলাদেশের ৩ হাজার ৭৩৭ কোটি ডলার বৈদেশিক মুদ্রা খরচ হয়েছে। সে হিসাবে রিজার্ভ দিয়ে প্রায় ৯ মাসের আমাদানি ব্যয় মেটানো সম্ভব। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল স্কেল অনুযায়ী একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার রিজার্ভ থাকতে হয়।
বাংলাদেশ সময়: ৯:৪৬:৫৬ ৩৬০ বার পঠিত