শনিবার, ২৪ জুন ২০১৭
কোমি’র সঙ্গে আমার কথোপকথন রেকর্ড করিনি: ডোনাল্ড ট্রাম্প
Home Page » প্রথমপাতা » কোমি’র সঙ্গে আমার কথোপকথন রেকর্ড করিনি: ডোনাল্ড ট্রাম্প
বঙ্গ-নিউজঃ সাবেক এফবিআই প্রধান জেমস কোমির সঙ্গে নিজের কথোপকথন গোপনে রেকর্ড করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ পূর্বে এ ব্যাপারে বারবার বিপরীত ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি এখবর জানাচ্ছে।নতুন এক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, ‘কোনো ধরণের রেকর্ডিংই করা হয়নি।’ তার পূর্ব বক্তব্যের ভিত্তিতেই এ ধরণের কোনো রেকর্ডিং থাকলে তা কংগ্রেস কমিটিতে জমা দিতে বলার একদিন আগেই তিনি এসব কথা জানান।
আর এর মাধ্যমে, গত মে মাসে কোমিকে বরখাস্ত করার পর থেকে রেকর্ডিং রয়েছে জানিয়ে নিজের বিভিন্ন টুইটের সত্যতাকে প্রশ্নবিদ্ধ করলেন তিনি। টুইটে ট্রাম্প বলেছেন, ‘আমাদের কথাবার্তা কোনো টেপে ধারণ করে রাখা হয়নি, এ ব্যাপারে ভালোভাবেই আশা রাখতে পারেন কোমি।’
তবে অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের এই টুইট আবারো প্রমাণ করে যে- গত মার্কিন নির্বাচনে রুশ সংযোগ নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার কারণেই বিরাগভাজন হয়ে কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। বিবিসি ও সিএনএন।
বাংলাদেশ সময়: ১:৫৫:১৮ ৩৪১ বার পঠিত