শুক্রবার, ২৩ জুন ২০১৭

“আগুন” এর পর দুই আসিফ এর আবারো নতুন ঝলক “গতকাল রাতে”

Home Page » ফিচার » “আগুন” এর পর দুই আসিফ এর আবারো নতুন ঝলক “গতকাল রাতে”
শুক্রবার, ২৩ জুন ২০১৭



received_102111274209201972.jpegওমর সানিঃ বঙ্গ- নিউজঃ কিছুদিন আগে ধ্রুব মিউজিক এর ব্যানারে রিলিজ হয় চিত্রনায়ক আসিফ ইমরোজের  আগুন শিরোনামের একটি গানের মনকাড়া মিউজিক ভিডিও।  এখনো গানটি দর্শকপ্রিয়তায় ছেয়ে আছে চারদিক। রকেটের গতিতেই এখনো ছুটছে আগুন। আগুনের লেলিহান শিখায় বশ করছে লাখো প্রেমিকের মন। আগুনের রেশ ধরেই আবারো রিলিজ হতে চলেছে “গতকাল রাতে” শিরোনামের একটি দূর্দান্ত সুরের গান।এবারো গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা সংঙীতের যুবরাজ আসিফ আকবর।

fb_img_1498205530464.jpg

“গতকাল রাতে” শিরোনামের গানটির প্রসংঙে চিত্রনায়ক আসিফ ইমরোজ বলেন,,

দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও হয়েছে গানটির। তৎসঙে অসাধারন পারফর্ম করেছেন আচল হোসাইন। আশা রাখা যায় দর্শকস্রোতা ও বাংলা গান পিপাসুদের হৃদয়ে গানটি দাগ কেটে যাবে। আগুনের মতই চারদিকে সাড়া ফেলবে ইনশাআল্লাহ। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই গানটি “মাই সাউন্ড”এর ব্যানারে রিলিজ হবে।সবার ভালবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

** চিত্রনায়ক আসিফ ইমরোজ আরো বলেন,,,পবিত্র ঈদের পর উনার অভিনীত ”ভাল থেকো” শিরোনামের একটি সিনেমা সারা দেশব্যাপী রিলিজ হবে। “ময়না পাখির সংসার” নামেও একটি ছবির শুটিং শেষ হয়েছে বলে তিনি জানান। তবে এখনো জানা যায়নি ছবিটি কবে রিলিজ হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫৯   ৭৯৫ বার পঠিত