শুক্রবার, ২৩ জুন ২০১৭
“বাংলার ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা হবে বস ২”
Home Page » ফিচার » “বাংলার ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা হবে বস ২”ওমর সানিঃ বঙ্গ নিউজঃসিনেপাড়ায় বস২ নিয়ে চলছে ব্যাপক আয়োজন। বিশাল ধামাকার বস২ আজ রিলিজের দিন। ভক্তদের মাঝেও উত্তেজনার শেষ নেই।
এমনটাই বোঝা গেল সুপারস্টার জিতের একনিষ্ঠ ভক্ত ইফতেখার আহম্মেদ এর পোষ্ট দেখে। উনি সুপারস্টার জিতের একটি পেজে লিখেনঃ
**বাংলার ইতিহাসে সবচেয়ে বড় ধামাকা আজ। ধুমধাড়াক্কা অ্যাকশনের সাথে থাকবে রোমান্স। বাংলার ইতিহাসে সবচেয়ে বড় অ্যাকশনধর্মী মুভি BOSS 2 আজ মুক্তি পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা ছবির গল্পাটা পুরো অরজিনাল। বাংলায় এর আগে অ্যাকশনধর্মী কোনো মুভি অরজিনাল গল্পের উপর তৈরি হয় নি। একটু না একটু হলেও রিমেইক ছিল। কিন্তু BOSS 2 এর গল্প পুরা অরজিনাল। এ কথা জিতদা নিজে বলেছেন এবং জিতদা নিজেই গল্প লিখেছেন।
বাংলাদেশ সময়: ১১:৪২:০০ ৫৮৩ বার পঠিত