বুধবার, ২১ জুন ২০১৭
বেলজিয়ামে আত্মঘাতী হামলাকারী গুলিতে নিহত
Home Page » প্রথমপাতা » বেলজিয়ামে আত্মঘাতী হামলাকারী গুলিতে নিহতবঙ্গ-নিউজঃ সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই সন্দেজভাজন ব্যক্তি একটি ছোট বিস্ফোরণ ঘটানোর পর সেনা সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার ব্রাসেলসের কেন্দ্রীয় রেল স্টেশনে এক ব্যক্তি একটি ছোট বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, এই সময় ওই ব্যক্তি চিৎকার করে সবাইকে ভয় দেখাচ্ছিলো। এরপর সেনা সদস্য সেখানে ছুটে যান এবং ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে।
রেলওয়ের একজন কর্মচারী বলেন, যখন বিস্ফোরনটি ঘটানো হয় তখন আমি ঘটনাস্থলেই ছিলাম। তৎক্ষণাৎ আমি সবাইকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসি।
বেলজিয়ামের সংবাদপত্র লা লিব্রে বেলজিক জানিয়েছে, হামলাকারী বিস্ফোরক বেল্ট পরেছিল। বিস্ফোরণে কেউ আহত হয়নি।
ব্রাসেলসের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অস্ত্র ও প্রশিক্ষণের অভাবেই এ ধরণের হামলা চালিয়েছে ওই ব্যক্তি। যদি এ ধরণের বিচ্ছিন্ন হামলা অব্যাহত থাকে তাহলে তা ঠেকানো কষ্টকর হয়ে পড়বে।
উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো রেলে হামলা চালায় আইএস। ওই হামলায় ৩২ জন নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:১৮ ৩৫৮ বার পঠিত