মঙ্গলবার, ২০ জুন ২০১৭
২৮ জুন ভ্যাট ও আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত
Home Page » অর্থ ও বানিজ্য » ২৮ জুন ভ্যাট ও আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্তবঙ্গ-নিউজ: ব্যাংক আমানতের উপর নতুনভাবে ধার্য্য আবগারি শুল্ক, মুল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কমানোর বিষয়ে আগামী ২৮ জুন সিদ্ধান্ত নেয়া বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার ভ্যাট ও আবগারি শুল্ক কমানোর বিষয়ে এমন সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী।
-গত ১ জুন ঘোষিত বাজেটে ব্যাংক গ্রাহকদের ওপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়।
সেখানে বলা হয়, ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি স্থিতি থাকলে আবগারি শুল্ক বিদ্যমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হবে।
পাশাপাশি ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ১ হাজার ৫০০ টাকার বদলে ২ হাজার ৫০০ টাকা, ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৭ হাজার ৫০০ টাকার বদলে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি লেনদেনে ১৫ হাজার টাকার বদলে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপ করা হয়।
এরপর আবগারি শুল্ক ও সারচার্জ নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আবগারি শুল্ক ও সারচার্জ প্রত্যাহার করা দরকার বলে মন্তব্যও করেছেন ১৪ দলের নেতারা।
এ ছাড়া ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ‘মরার ওপর খাড়ার ঘা’ হিসেবে অবহিত করে অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন সরকার দলীয় সাংসদরা।
বাংলাদেশ সময়: ১৬:২৬:৫৩ ৪২০ বার পঠিত