রবিবার, ১৮ জুন ২০১৭

কলম্বিয়ার রাজধানী বোগোটায় শপিং মলের শৌচাগারে বিস্ফোরণ, নিহত ৩

Home Page » প্রথমপাতা » কলম্বিয়ার রাজধানী বোগোটায় শপিং মলের শৌচাগারে বিস্ফোরণ, নিহত ৩
রবিবার, ১৮ জুন ২০১৭



 

বঙ্গ-নিউজ: কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি শপিং মলে নারীদের শৌচাগারে বিস্ফোরণে তিন নারী নিহত এবং ১১ জন আহত হয়েছে। কলম্বিয়া কর্তৃপক্ষ শনিবার (১৭ জুন) বিকালের এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। রাজধানী বোগোটার ব্যস্ত এলাকা জোনা রোসার শপিং মলে নারীদের শৌচাগারে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোগোটার মেয়র এনরিক পিনালোসা জানিয়েছেন নিহত তিন নারীর মধ্যে একজন ফরাসি নাগরিক। ২৩ বছর বয়সী ওই ফরাসি নারীর নাম জুলি হুইয়ান। তিনি শহরের দক্ষিণে একটি স্কুলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন। অপর দুই নারী মারিয়া গুতিরেজ (২৭), এবং লেডি জেইমেস ওভালে (৩১)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। রোববার (১৮ জুন) আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় শপিং মলটিতে প্রচুর জনসমাগম ঘটেছিলো। এ ঘটনার জন্য কারা দায়ী তা এখনো জানা যায়নি।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৬:১৪:০৩   ৪২২ বার পঠিত