রবিবার, ১৮ জুন ২০১৭
মানুষের গাছটি দেখো আজ পিতৃ দিবসে-আব্দুল ওহাব
Home Page » সাহিত্য » মানুষের গাছটি দেখো আজ পিতৃ দিবসে-আব্দুল ওহাব“পিতৃ দিবস”ছবিটি হৃদয়টি করে ভারাক্রান্ত
পিতার কাছে ঋনের খাতাটি রইল অসমাপ্ত
যে লেখাটির শুরুতেই এল জন্ম রহস্য খেলা
চলবে শিশুর পর শিশুর জীবনের দূরন্ত ভেলা
-
তার হিসাব শুধু বিধাতার আপন ছায়াটি চেনে
মোদের সীমিত জ্ঞানে তা রইল ছোঁয়ার বাহিরে
জন কোহেনের ব্ইটি” হিস্ট্রি অফ ইন্ডিয়ান ট্রি”
লেখকের গাছটি বিলাচ্ছে “মানব ফলটি” ফ্রি
-
কিন্তূ ঐ ফল দেবে আরো ফল এটাই রহস্য ছিলো
“মানুষের গাছ” কথা বলে, বিদ্যার সম্রাট হলো
প্রথম গাছটী কে সেটি মোর জানতে হৃদয়টি কাঁদে
জানা তো দূরের কথা,প্রশ্নটি কেন আসে না মনে?
-
পিতৃ প্রেম শুধু ভালবাসা এটি নিছক হাস্যকর কথা
সন্তানের জন্ম “পিতা মাতার সৃষ্টি কৌশল-ব্যাথা”
মায়ের প্রসব,বাপের উৎকন্ঠতা, মেপে দেয়া যন্ত্রনা
ব্যাথার জ্বালানি কত জীবন করে ধ্বংস,শুধু বেদনা
-
পিতৃ ঋণ পরিষোধে নয় এটি “ধার দেয়া” হয়েছিল
তোমার সন্তানকে ,সে তার সন্তানকে এই কাহিনি বল
এটি ঋণ নয় এটি “অঙ্গীকার” সন্তান,দেশের প্রতি
“পিতার আদর” নহে বিধাতার আপন জনের স্মৃতি।
১৭●০৬●১৭
বাংলাদেশ সময়: ১৩:৪৮:৩৩ ১৮৬৫ বার পঠিত