রবিবার, ১৮ জুন ২০১৭

বিশ্ব বাবা দিবসে বাবার জন্য গান

Home Page » ফিচার » বিশ্ব বাবা দিবসে বাবার জন্য গান
রবিবার, ১৮ জুন ২০১৭



Image may contain: 9 people, people smiling, text
আজ ১৮ জুন বিশ্ব  বাবা দিবসে বাসুর সুর ও সংগীতে শুধু বাবাকে নিয়ে নয়টি গানের দুটি অডিও ভার্সন প্রকাশিত হচ্ছে। প্রকাশ করছে কলের গান মাল্টিমিডিয়া ও কলের গান মাল্টিমিডিয়া।
‘বাবার দেয়া ঘুড়ি’ শিরোনামে পাঁচটি গানের অডিও ভার্সনে গান করেছেন ফকির আলমগীর, সাজেদ ফাতেমী, পলাশ লোহ, কেডি উজ্জ্বল ও সৈকত বাবু। ফকির আলমগীরের গানটির কথা সংগৃহীত। প্রয়াত পল্লিচিকিৎসক বাবার স্মৃতি নিয়ে ‘ডা. সোলেমান’ শিরোনামে নিজের লেখা গান গেয়েছেন সাজেদ ফাতেমী। পলাশ লোহ ও সৈকত বাবুর গান দুটি লিখেছেন গোলাম মোর্শেদ এবং কেডি উজ্জ্বলের গানটির গীতিকার জ্যোতির্ময় সাহা।
‘বাবার দেয়া ঘুড়ি’ প্রকাশ করছে কলের গান মাল্টিমিডিয়া। এই প্রতিষ্ঠান থেকে বাবা নিয়ে ড. আশীষ কুমার চক্রবর্তীর একটি গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হচ্ছে।
‘আমার বাবা’ শিরোনামে আরেকটি অডিও ভার্সনে গান থাকছে চারটি। এতে গান করেছেন বাসু, বিন্দিয়া, সুমেল ও সুস্মিতা মওলা। গানগুলো লিখেছেন ইসমাইল মানিক, আফরোজা নিজামী, বাসু ও এম এ মতিন। এই ভার্সনটি প্রকাশ করছে প্রো-টিউন বিডি ডট কম।
উল্লেখ্য, এ দেশে শুধু বাবাকে নিয়ে গানের প্রথম সিডি প্রকাশিত হয় ২০১০ সালে। সাজেদ ফাতেমীর কথা ও সুরে ‘পিতা’ শিরোনামে ওই অ্যালবামটি প্রকাশ করে গানচিল মিউজিক।

বাংলাদেশ সময়: ১০:৩৫:২১   ৭১৩ বার পঠিত