রবিবার, ১৮ জুন ২০১৭
২০৪৫ সালের মধ্যে সুইডেনের কার্বণ নিঃসরণ শূন্য হবে
Home Page » প্রথমপাতা » ২০৪৫ সালের মধ্যে সুইডেনের কার্বণ নিঃসরণ শূন্য হবেবঙ্গ-নিউজঃ : প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প বেরিয়ে যাওয়ার অন্যান্য দেশগুলো জলবায়ু নিয়ে আরো সচেতন হয়ে গেছে। বিশেষ করে জাপান ও জার্মানির এ ব্যাপারে আগেই সচেতন মন্তব্য জানা গেছে। এখন সুইডেনও এগিয়ে এলো নিজেদের দৃঢ় পদক্ষেপ নিয়ে। তারা একেবারে আইন পাশ করে জানালো, ২০৪৫ সালের মধ্যে তাদের দেশে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনবে।
এই আইন তারা পাশ করেছে যেন ভবিষ্যত কোনো সরকারও এই পদক্ষেপ থেকে সরে পড়তে না পারে। ২৫৪ টি ভোটের বিপরীতে এই আইন পাশে তাদের সংসদে ভোট পড়েছে মাত্র ৪১টি। একমাত্র অতি কট্টোরপন্থি একটি দল এই আইনের বিরোধীতা করেছে, যারা জানেই না যে মানুষের কারণে কার্বণ নিঃসরণ হয়।
আইনটি একটি স্বাধীন জলবায়ু পলিসি কাউন্সিল গঠন করবে এবং প্রতিটি নতুন সরকারকে একটি জাতীয় কর্ম পরিকল্পনা দেখাবে। কীভাবে লক্ষ্যে পৌঁছাতে হবে এই পদ দেখাবে। প্রতিটি সরকারকেই বাজেটে জলবায়ু সংক্রান্ত ব্যয় অন্তর্ভুক্ত করতে হবে। যুক্তরাষ্ট্রের সরকারের মতো কোনো সরকার এসে যেন আইনটি বাতিল করতে না পারে সেই কড়াকড়ি নীতিও আইনটিতে বলবৎ থাকছে। বর্তমান আইনটির মধ্যেই থাকছে ভবিষ্যত সরকারের জন্য জলবায়ু সংক্রান্ত পথনিদের্শক। ডয়চে ভেল
বাংলাদেশ সময়: ৮:৪৮:৫০ ৩৫৯ বার পঠিত