শুক্রবার, ১৬ জুন ২০১৭
রোজার শুরুতে বাড়লেও কমেছে চিনি-সেমাইয়ের দাম
Home Page » প্রথমপাতা » রোজার শুরুতে বাড়লেও কমেছে চিনি-সেমাইয়ের দামবঙ্গ-নিউজঃ রোজার শুরুতে অস্থিতিশীল হয়ে উঠা চিনির দাম ঈদের আগে কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে; অন্যদিকে দুয়েকটি মসলার দাম কিছুটা বাড়লেও গত বছরের দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন রকম সেমাই। আজ শুক্রবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে কোনো পণ্যের দামই অস্বাভাবিক বাড়েনি। ফলে এবার স্বস্তিতে ঈদ পালন করা যাবে- এমনটাই আশা করা যায়।ঢাকার নিউ মার্কেট ও কারওয়ান বাজারে চিনির ৫০ কেজির বস্তা ২৯০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। খুচরায় খোলা চিনি পাওয়া যাচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়। এছাড়া খুচরা মুদি দোকানে বনফুল, কুলসুন, প্রাণ, প্রিন্স, কিশোয়ান, ডেনিশ, প্রিন্স ব্র্যান্ডের ২০০ গ্রাম লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আর ৫০০ গ্রামের স্পেশাল লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। কারওয়ান বাজারে সেমাইয়ের একাধিক পাইকারি বিক্রেতা জানান, গত বছরের দামেই এবার সেমাই বিক্রি হচ্ছে। নতুন করে কোনো পণ্যের দামই বাড়েনি।
বাজারে কিসমিস ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ২৬০ টাকা মূল্যের এক প্রকার কিসমিসের দাম ২০ টাকা বেড়ে ২৮০ টাকায় পৌঁছেছে। এছাড়া ১৩শ টাকা, ১৩৫০ টাকা, ১৩৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে এক কেজি এলাচ। ১৭শ টাকা কেজিতেও ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে। আলু বোখারার দাম কিছুটা বেড়েছে। ৪২০ টাকার আলু বোখারা বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। কালো কাঠ বাদাম ৬৩০ টাকায়, সাদা কাঠ বাদাম ৭৫০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। কাজু বাদাম কেজিতে ৫০ টাকা বেড়ে ৮৭০ টাকায় বিক্রি হচ্ছে। জিরার কেজি ৩৬০ থেকে ৭০ টাকা।
বাংলাদেশ সময়: ১৭:৩৯:৫৮ ৪০২ বার পঠিত