শুক্রবার, ১৬ জুন ২০১৭
বাংলাদেশি পরিবার এখনও নিখোঁজ
Home Page » প্রথমপাতা » বাংলাদেশি পরিবার এখনও নিখোঁজবঙ্গ-নিউজঃ লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে এক বাঙ্গালি পরিবারের পাঁচ সদস্য এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ কমরু মিয়া ও তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ভবনের ১৪২ নম্বর ফ্ল্যাটে থাকতেন বলে তাদের স্বজনরা জানান।
এছাড়া নিহত একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সিরীয় শরণার্থী ২৩ বছরের মোহাম্মদ আলহাজালি ২০১৪ সালে যুক্তরাজ্য আসেন। তবে যুক্তরাজ্যে এসেও তিনি ভয়াবহ আগুনে নিহত হলেন। জীবন বাঁচাতে তিন বছর আগে সিরিয়া থেকে পালিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন তিনি। পশ্চিম লন্ডনে ১৯৭৪ সালে নির্মিত ২৪ তলা এই ভবনে দেড়শর মতো আবাসিক ফ্ল্যাট ছিল। নর্থ কেনসিংটনে বসবাস করার সময় তিনি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানায় দাতব্য সংস্থা সিরিয়া সলিডারিটি ক্যাম্পেইন।
মঙ্গলবার মধ্যরাতের পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। পরদিন দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১৩:০৯:৫৫ ৩৩৫ বার পঠিত