শুক্রবার, ১৬ জুন ২০১৭

‘কলিজার টুকরাটাকে শেষবারের মতো দেখতে দে’ বলতে বলতে মারা গেলেন তানভীরের দাদা

Home Page » এক্সক্লুসিভ » ‘কলিজার টুকরাটাকে শেষবারের মতো দেখতে দে’ বলতে বলতে মারা গেলেন তানভীরের দাদা
শুক্রবার, ১৬ জুন ২০১৭



army officer diedবঙ্গ-নিউজঃ একটাই মিনতি ছিল মো. আবদুল আজিজ মোল্লার (৯০), নিজের নাতি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. তানভীর ছালামকে শেষ একবার তিনি দেখবেন। সবাইকে অসংখ্যবার অনুরোধও করেছিলেন তাঁকে ঢাকায় নিয়ে যেতে। কিন্তু শেষ পর্যন্ত নিজেও মৃত্যুবরণ করলেন।

গত মঙ্গলবার রাঙামাটিতে পাহাড়ধসের সময় উদ্ধারকাজ করতে গিয়ে নিহত হয়েছেন মো. তানভীর ছালাম। নাতির মৃত্যুর খবর পেয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মো. আবদুল আজিজ মোল্লা।

নিহত তানভীরের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামে। তার পরিবারসূত্র জানায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তানভীরের দাদা মারা যান।

জানা যায়, মৃত্যুর আগে মো. আবদুল আজিজ মোল্লার বারবার একটা কথাই বলেছিলেন, ‘আমার কলিজার টুকরাটাকে শেষবারের মতো দেখতে দে। তোরা আমাকে ঢাকায় নিয়ে যা। আল্লাহ, তুমি আমার নাতিকে না নিয়ে আমাকে নিতে।’

ওই মুহূর্তে বাড়িতে নিকটাত্মীয় বলতে তানভীরের চাচি ঝর্ণা বেগম ছাড়া অন্য কেউ ছিলেন না। সব স্বজন ঢাকায় গেছেন তানভীরকে দাফন করতে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বনানীর সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। আর নাতির দাফনের আগেই প্রাণ যায় দাদার।

বাংলাদেশ সময়: ১০:০৬:২৩   ৪২৩ বার পঠিত