বুধবার, ১৪ জুন ২০১৭

৩৬ ঘণ্টা পর জামিন পেলেন বাংলাদেশি কূটনীতিক

Home Page » জাতীয় » ৩৬ ঘণ্টা পর জামিন পেলেন বাংলাদেশি কূটনীতিক
বুধবার, ১৪ জুন ২০১৭



৩৬ ঘণ্টা পর জামিন পেলেন বাংলাদেশি কূটনীতিকবঙ্গ-নিউজঃ নিউ ইয়র্কে গ্রেফতার হওয়া বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলাম ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্ত হয়েছেন। নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল পদে কর্মরত শাহেদুলকে তার বাসা থেকে সোমবার সকালে স্থানীয় পুলিশ গ্রেফতার করে।

গ্রেপ্তারের পর শাহেদুল ইসলামকে রাখা হয়েছিল ব্রঙ্কসে ভারনন সি বেইন কারেকশনাল সেন্টারে। পরে তাকে কুইন্স সুপ্রিম কোর্টে হাজির করা হলে আদালত জামিনের আদেশ দেয়। জামিনের পরিমাণ ৫০ হাজার ডলার ধার্য করা হয়।

শাহেদুলের পাসপোর্ট জব্দ করা হয়েছে। ২৮ জুন তাকে আদালতে যেতে হবে মামলার শুনানিতে অংশগ্রহণের জন্যে। মামলা চলবে সুপ্রিম কোর্টের বিচারক ডেনিয়েল লুইসের এজলাসে।

গত বছর কূটনীতিক শাহেদুলের বাসা থেকে পালিয়ে যাওয়া মোহাম্মদ আমিন নামের এক গৃহকর্মী সম্প্রতি আদালতে মামলা করেন। শ্রমিক পাচার, নির্যাতন এবং মজুরি চাওয়ায় হত্যার হুমকিসহ ৩৩ ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ করা হয়েছে বাংলাদেশি এ কূটনীতিকের বিরুদ্ধে।

তবে পলাতক ব্যক্তির মামলায় কর্তব্যরত কূটনীতিককে গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে তীব্র অসন্তোষের কথা জানিয়েছে বাংলাদেশ।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ করে বলা হয়েছে কূটনীতিকদের জন্যে বিদ্যমান আইনের পূর্ণ বাস্তবায়ন ঘটানো হয়নি শাহেদুলকে গ্রেফতারের সময়। এটি খুবই দু:খজনক।

কন্সাল জেনারেল শামীম আহসান জেল গেইট থেকে বলেন, এটি শাহেদুলের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। গৃহকর্মী নির্যাতিত শ্রমিক হিসেবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অভিপ্রায়ে এমন প্লট করেছেন। সময়ের ব্যবধানে তা প্রমাণিত হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:২৩   ৩৪৫ বার পঠিত