বুধবার, ১৪ জুন ২০১৭
‘সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাস পাচ্ছে’
Home Page » প্রথমপাতা » ‘সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাস পাচ্ছে’বঙ্গ-নিউজঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এর অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে থ্রি ‘ই’ (ইঞ্জিনিয়ারিং, এডুকেশন ও এনফোর্সমেন্ট) বিবেচনায় নিয়ে সড়ক পরিবহন ও সড়ক বিভাগ ধারাবাহিকভাবে প্রকল্প, কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ইঞ্জিনিয়ারিং উদ্যোগ হিসেবে দেশের মহাসড়ক নেটওয়ার্ক পরীক্ষা করে ২২৭টি ব্যাক স্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শতাধিক ব্যাক স্পটে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকিগুলো সম্পন্ন করতে ১৬৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এডুকেশন কর্মসূচির আওতায় সারা দেশে এ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এনফোর্সমেন্টের অংশ হিসেবে দেশের ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বা অনুরূপ যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারাদেশে ৯২৯টি সড়ক দুর্ঘটনায় ৮৮৮ জন নিহত এবং ৭১৬ জন আহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:২৫:০৮ ৩২৭ বার পঠিত