বুধবার, ১৪ জুন ২০১৭
পাহাড়ধসে প্রাণহানি, সংসদে শোক
Home Page » প্রথমপাতা » পাহাড়ধসে প্রাণহানি, সংসদে শোকবঙ্গ-নিউজঃ অতিবৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসে শতাধিক (১৩৩ জন) মানুষের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়েছে সংসদের পক্ষ থেকে।
বুধবার সকালে অধিবেশনের শুরুতে সংসদের পক্ষ থেকে পাহাড়ধসে ব্যাপক প্রাণহানিতে শোক জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।স্পিকার বলেন, তিন জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। উদ্ধারকাজের সময় সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চার সদস্য নিহত হয়েছেন। তিনি আরও বলেন, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। এরপর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপনের পর প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৪:২৪:১৫ ৩৫৪ বার পঠিত