বুধবার, ১৪ জুন ২০১৭
ভারতে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
Home Page » জাতীয় » ভারতে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষাবঙ্গ-নিউজঃ ট্যাংক ধ্বংস করার উপযোগী ‘অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড’ মিসাইল ‘নাগ’ এর সফল উৎক্ষেপণ করল ভারত। মঙ্গলবার রাজস্থানের গভীর মরুভূমি থেকে এই অত্যাধুনিক মিসাইলটির পরীক্ষা করা হয়েছে এবং প্রথমবারেই এর উৎক্ষেপণ সফল হয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই নতুন মিসাইলটিতে রয়েছে ইমেজিং ইনফ্রেরেড ব়্যাডার সিকার। যা সহজেই শত্রুর যেকোনও বস্তুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে।
মিসাইলটি যৌথভাবে তৈরি করেছে ড. এ পি জে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের ডিআরডিও, ডি এল যোধপুর, এইচইএমআরএল এবং পুনের এরডিইয়ের বিজ্ঞানীরা।
মিসাইলটি উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল ড. জি. সাথেস রেড্ডি। তিনি বলেন, মিসাইলটি ভারতের সামরিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে চলেছে। এছাড়া ডিআরডিও সেক্রেটারি এস. ক্রিস্টোফার এই মিশনের প্রত্যেককে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সময়: ১৪:২১:৪১ ৩৮৬ বার পঠিত