বুধবার, ১৪ জুন ২০১৭
ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন কোহলি
Home Page » ক্রিকেট » ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন কোহলিবঙ্গ-নিউজঃ আবারও ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দুরন্ত পারফর্মেন্সের কারণেই এই উত্থান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন খেলতে নেমেছিলেন বিরাট, তখন তিনি দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের থেকে ২২ পয়েন্ট পেছনে ছিলেন। কিন্তু তার পরই ব্যাট হাতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮১ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেই বাজিমাত বিরাটের। এর আগে জানুয়ারিতে ৪ দিনের জন্য শীর্ষে উঠেছিলেন তিনি।
ওদিকে, শিখর ধাওয়ানও ঢুকে পড়লেন সেরা দশে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ব্যাট হাতে ফর্মে ফিরেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৬৮, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২৫ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ রানের ইনিংস খেলেছেন। এই মুহূর্তে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। দুই জনের উত্থানের দিনেই এক ধাপ করে নেমে গেলেন রোহিত শর্মা (১৩) ও এমএস ধোনি (১৪)। ছয় ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠেছেন যুবরাজ সিং।
ভারতীয় বোলিংয়ে অবশ্য সেরা দশে ঠাঁই হলো না কারও। ১৩ ধাপ উঠে ভারতীয় বোলারদের হয়ে শীর্ষে রয়েছেন ভুবনেশ্বর কুমার। যদিও অল-রাউন্ডার তালিকার সেরা পাঁচে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। রবীন্দ্র জাডেজা রয়েছেন আটে। অস্ট্রেলিয়ার সঙ্গে একই পয়েন্টে (১১৭) তিন নম্বরে রয়েছে ভারত। আর দ্বিতীয়তে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ১৪:২০:৩০ ৪৫৭ বার পঠিত