বুধবার, ১৪ জুন ২০১৭

মনের গহিনে বৃষ্টির ফোঁটা -খন্দকার জিনাত কবির (প্রিয়া)

Home Page » ফিচার » মনের গহিনে বৃষ্টির ফোঁটা -খন্দকার জিনাত কবির (প্রিয়া)
বুধবার, ১৪ জুন ২০১৭



Image result for বৃষ্টি ভেজা মেয়ে
আমার বৃষ্টিতে ভিজতে দারুন লাগে যখন বৃষ্টি হয় আমি হা করে চেয়ে থাকি বৃষ্টির দিকে। বৃষ্টির প্রতিটা ফোঁটা নতুন নতুন অনুভূতির সৃষ্টি করে মনের গহিনে। আমি হারিয়ে যাই গভীর থেকে গভীরে মেঘলা দিনে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে নিজেকে খুঁজে পাই। মন ভারী হয়ে যায় আকাশেরই মতন। জানালার কাছে থেকে সরে আসলেই হয় কিন্তু পারি না। মনে হয় পা দুটো মেঝের সাথে গ্লু দিয়ে আটকানো তাই নড়তে পারিনা। শুধু মনে হয় বৃষ্টি আসুক ঘরের জানালা, মনের জানালাখুলে দিয়ে ভিজি। মন খারাপ করা মেঘেদের কান্নাগুলো এসে ধুয়ে দিক যত মলিনতা। ঝমঝম বৃষ্টিতে ভিজে বৃষ্টি হই। ফিরে যেতে ইচ্ছে করে হারানো দিনে তখনকার বৃষ্টি গুলো ছিল অন্য রকম, শৈশব এর অনেকটা সময় কেটেছে গ্রামে টিনের চালে বৃষ্টির রিম ঝিম আওয়াজ, জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যেত বৃষ্টি ভেজা ধানক্ষেত সেই ধান ক্ষেতে আবার পানি জমেছে আর পানির ভারে ধান গাছ গুলি নুইয়ে পড়েছে। কোন নি:সঙ্গ চাষী তার অমূল্য সম্পদ রক্ষার জন্য বৃষ্টিতে ভিজে জমিতে নালা তৈরী করে পানি বের করে দেওয়ার চেষ্টা করছে। বৃষ্টিতে ভিজতে কতই না ভাল লাগত আমার!! সুপারি আর নারিকেল গাছ থেকে চিক চিক করা পানি বেয়ে পড়ার দৃশ্য দেখতাম। বৃষ্টি হলেই পুকুর থেকে কই মাছ মাটিতে উঠে আসতো । উঠোনে তাকিয়ে দেখতাম কালো কালো কি যেন কান দিয়ে গড়িয়ে গড়িয়ে সরে যাচ্ছে। প্রথমে না বুঝে ভয় পেতাম। পরে ব্যাপরাটা বুঝতে পেরে ঘর থেকে দৌড়ে বের হয়ে কই মাছ ধরতাম। কি যে আনন্দ লাগতো !!! মেঘলা আকাশ মানেই যেন স্মৃতির দুয়ারে কড়া নাড়া স্বর্ণালী অতীত। আর বৃষ্টি এসেই বোধহয় খুলে দিয়ে যায় সেই দুয়ার। পলকে হারিয়ে যাওয়া শৈশবের কোনও দিনে। ফিরে পাওয়া সেই মজার দিনগুলো, সাথে হারিয়ে যাওয়া কিছু মুখ, যারা তখন এতটা পর ছিল না যতটা আজকে। উদাসী মনে বাসা বাঁধে হাজারো রঙিন খেয়াল। আকাশ ভালোবেসে ছুয়ে যায় মাটিকে। আর প্রকৃতির সেই ভালোবাসায় সামিল হই আমি। পৃথিবীতে এমন কিছু সৌন্দয্য আছে যাকে দেখার পাশাপাশি অনুভব করতে হয়। বৃষ্টিকে আমি ঠিক সেই রকমই মনে করি। বিধাতা এর মাঝে এমন কিছু পরিচ্ছন্ন অলংকরন এঁকে দিয়েছেন, ভাল না লেগে উপায় নেই।

Image may contain: 1 person

বাংলাদেশ সময়: ১:১৩:৫০   ১৭৮০ বার পঠিত