বুধবার, ১৪ জুন ২০১৭
বিমান বন্দরে নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ
Home Page » জাতীয় » বিমান বন্দরে নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দবঙ্গ-নিউজঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর থেকে আমদানি নিষিদ্ধ ৩০৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলের কাছে তাকে আটক করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার দুটি লাগেজ থেকে ৩০৬ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার মধ্যে ২৫৮ কার্টন ইউএসএর ৩০৩ ব্র্যান্ড ও ৪৮ কার্টন ইউকের বেনসন এন্ড হেজেজ ব্র্যান্ডের। জব্দকৃত সিগারেটের শুল্ক করসহ মূল্য প্রায় ১৮ লাখ ৪০ হাজার টাকা।
আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক।
বাংলাদেশ সময়: ০:২০:৪২ ৩৭৮ বার পঠিত