বুধবার, ১৪ জুন ২০১৭
ট্রাম্পের ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ স্থগিতের আদেশ বহাল
Home Page » প্রথমপাতা » ট্রাম্পের ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ স্থগিতের আদেশ বহালবঙ্গ-নিউজঃ ছয় দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিতের যে আদেশ হাওয়াইয়ের আদালত দিয়েছিলেন, আপিল আদালতেও তা বহাল রাখা হয়েছে। গত মার্চের মাঝামাঝি ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও হাওয়াইয়ের ফেডারেল আদালতের স্থগিতাদেশে তা আটকে যায়।
সেই স্থগিতাদেশ তুলতে তিন মাস পর আপিল আদালতে গিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সান ফ্রান্সিসকো নাইন্থ সার্কিট কোর্ট অব আপিল সোমবার আগের আদেশই বহাল রাখেন বলে বিবিসির খবর।
আপিল আদালত বলেছেন, প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের বিদ্যমান অভিবাসী আইনের লঙ্ঘন। আপিল আদালতের ওই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য আরো একটি আইনি পরাজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অভিবাসনে কড়াকড়ি আরোপের পাশাপাশি এ ধরনের নিষেধাজ্ঞা জারি ছিল ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি।
আপিল আদালতের আদেশের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বলেছেন, বিচারকদের সঙ্গে তিনি একমত হতে পারছেন না। ‘দেশকে নিরাপদ রাখতে প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার মধ্যেই ওই আদেশ দিয়েছিলেন,’ বলেন তিনি।
বিবিসি লিখেছে, আপিল আদালতের ওই আদেশেই ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আইনি লড়াইয়ের শেষ হচ্ছে না। ট্রাম্প প্রশাসন এ মাসের শুরুতেই নির্বাহী আদেশ নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতের সদ্ধিান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে। সেখানেই এর চূড়ান্ত মীমাংসা হবে।
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র এক সপ্তাহের মাথায় গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ে প্রথমবার নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। যা নিয়ে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা এবং বিশ্বজুড়ে বিক্ষোভ দেখা দেয়। সাত দিনের মাথায় সিয়াটলের ফেডারেল আদালত ওই নির্বাহী আদেশের বাস্তবায়ন ‘স্থগিত’ করে দেন। ৯ ফেব্রুয়ারি একটি আপিল আদালত ওই আদেশ বহাল রাখেন।
এক মাস পর মার্চের ৬ তারিখ ট্রাম্প ছয়টি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নতুন নির্বাহী আদেশ জারি করেন। নতুন ওই আদেশে আগের তালিকা থেকে ইরাককে বাদ দেওয়া হয়, সিরিয়ার নাগরিকদের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে হাওয়াই ও মেরিল্যান্ডের দুটি আদালত ওই নির্বাহী আদেশের বাস্তবায়ন স্থগিত করেন।
গত ২৬ মে আপিল আদালত মেরিল্যান্ডের সদ্ধিান্তটি বহাল রাখেন। হাওয়াইয়ের আদালতের আদেশ বহালের সদ্ধিান্ত আসে সোমবার। নির্বাচনী প্রচারে ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রে মুসলমান প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে কিছুটা সরে এসে মার্চে যে সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা তিনি দেন তাতে ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি ১২০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয় সব শরণার্থীর প্রবেশে।
বাংলাদেশ সময়: ০:১৯:৩৮ ৩৬৪ বার পঠিত