রবিবার, ১০ মার্চ ২০১৩
নারীর মস্তিষ্ক বেশি কার্যকর
Home Page » ফিচার » নারীর মস্তিষ্ক বেশি কার্যকরআধুনিক বিজ্ঞান অনুযায়ী পুরুষের চেয়ে নারীদের মস্তিষ্কের আকার ছোট হয়ে থাকে। তবে তাই বলে কার্যকারিতায় কিন্তু পিছিয়ে নেই নারীদের মস্তিষ্ক। সম্প্রতি নতুন এক গবেষণায় জানা গেছে, আকারে ছোট হলেও নারীদের মস্তিষ্ক পুরুষদের চেয়ে অধিক কার্যকর।মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ও স্পেনের মাদ্রিদ ইউনিভার্সিটির একদল গবেষক এই বিষয়ে গবেষণা চালিয়েছিলেন। এতে গবেষকরা কিছু নির্দিষ্ট সংখ্যক নর-নারীর ওপর বুদ্ধিমত্তার স্তর নির্ণায়ক পরীক্ষা চালান। এই গবেষণায় দেখা গেছে, নারীদের মস্তিষ্কের আকার ছোট হওয়া সত্ত্বেও এসকল পরীক্ষায় তারা সহজেই কৃতকার্য হয়েছেন এবং এক্ষেত্রে পুরুষদের চেয়ে তাদের ফলাফল ভালো।
গবেষকরা বলেছেন, জটিল বিষয়গুলোতে নারীদের মস্তিষ্ক কম উত্তেজিত অবস্থায় ও সামান্য কিছু নিউরন ব্যবহার করেই সমস্যার সমাধান করতে সক্ষম।
এই বিষয়ে ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক ট্রেভর রবিনস বলেন, “এর মাধ্যমে আমরা নিশ্চিত যে, মস্তিষ্কের ক্ষেত্রে আকার কোন বড় বিষয় নয়। নারীর মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামের নিয়ন্ত্রক অংশ ছোট হলেও তা অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি, কার্যক্ষেত্রে নারীর স্নায়ুকোষ অধিক সক্রিয় থাকে এবং দক্ষতার সাথে কাজ সম্পাদন করতে পারে।”
সম্প্রতি ইনটেলিজেন্স নামক সাময়িকীতে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:২৮:০৫ ৫৬৫ বার পঠিত