মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
বশেমুরবিপ্রবি’র উপাচার্যকে `দাবানল’ উপহার
Home Page » সারাদেশ » বশেমুরবিপ্রবি’র উপাচার্যকে `দাবানল’ উপহার
নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের হাতে নিজের লেখা প্রথম কাব্যগ্রন্থ `দাবানল’ তুলে দেয় বর্তমান সময়ের উদীয়মান তরুণ কবি, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি, বঙ্গ নিউজ ডট কম- এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল হাবিব সানি। নিজ বাসভবনে মাননীয় উপাচার্যের নিমন্ত্রণে বইটি উপাচার্যের হাতে তুলে দেয় সানি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তছলিম আহমেদের হাতেও `দাবানল’ তুলে দেয় বশেমুরবিপ্রবিসাসের সুদক্ষ সহ-সভাপতি ফয়সাল হাবিব সানি।
উল্লেখ্য, শুক্রবার উপাচার্যের নিজ বাসভবনে নিমন্ত্রণ জানানো হয় বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতিকে। সেখানে ইফতার ও নৈশ ভোজে অংশগ্রহণ করে বশেমুরবিপ্রবিসাস। বশেমুরবিপ্রবিসাসের নানান ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয় উপাচার্যের সাথে। এসময় সেখানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলো বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা মোঃ রেজোয়ান হোসেন, সভাপতি মোঃ নাসিমুল ইসলাম, সহ-সভাপতি বি এম মারিয়া আলম, ফয়সাল হাবিব সানি, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা শারমিন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সালমান রহমানসহ বশেমুরবিপ্রবিসাসের সাধারণ সদস্যবৃন্দ।
বাংলাদেশ সময়: ০:১৪:৫২ ৪৬৪ বার পঠিত