সোমবার, ১২ জুন ২০১৭
হাতিয়ার মেঘনায় ৪ ট্রলার নিখোঁজ, ২ জেলের লাশ উদ্ধার
Home Page » সারাদেশ » হাতিয়ার মেঘনায় ৪ ট্রলার নিখোঁজ, ২ জেলের লাশ উদ্ধারবঙ্গ-নিউজঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিম্নচাপের প্রভাব ও পূর্ণিমা জোয়ারের তোড়ে প্রচণ্ড বাতাসে উপকূলীয় মেঘনায় ৪টি জেলে ট্রলার নিখোঁজ হয়েছে। সোমবার সকালে নিখোঁজ জেলেদের মধ্যে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের আনাজল হকের ছেলে এনায়েত হোসেন (৩২) এর লাশ নিঝুমদ্বীপের কাছে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। এর একঘণ্টা পর অপর জেলে আবু তাহেরেরও (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ভূরিচর ইউনিয়নের কালিরচর গ্রামে। এদিকে, হাতিয়ার টিএনও মো. খন্দকার রিজাউল করিম ঘটনাস্থলে আছেন।
রবিবার বিকালে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাদেরিয়া খালে নিখোঁজ ট্রলারের বাকী ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে হাতিয়া থানা পুলিশ জানিয়েছে। এছাড়া সোমবার ভোরে হাতিয়ার টাংকির খালে ৩টি জেলে ট্রলার নিখোঁজ হয়েছে। এতে ১২জন জেলে নিখোঁজ রয়েছে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন। এদিকে নিম্নচাপের প্রভাব ও প্রচণ্ড বাতাসে হাতিয়া ডিগ্রি কলেজের পুরাতন ভবনের টিনসেডের ছাদ উপড়ে যায়। এছাড়া বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
ট্রলার নিখোঁজ ও জেলেদের লাশ উদ্ধারের ব্যাপারে হাতিয়ার ওসি আবদুল মজিদ জানান, পুুলিশ উদ্ধার কাজে সহায়তা করছে।
বাংলাদেশ সময়: ২২:০৯:১৮ ৫৪৩ বার পঠিত