সোমবার, ১২ জুন ২০১৭
ভারতে বহুমূল্য ও বিরল অষ্টধাতুর মূর্তি উদ্ধার
Home Page » বিশ্ব » ভারতে বহুমূল্য ও বিরল অষ্টধাতুর মূর্তি উদ্ধারবঙ্গ-নিউজঃ ভারত ও নেপাল সীমান্ত থেকে উদ্ধার হয়েছে সনাতন ধর্মের দেবী সীতার একটি বিরল অষ্টধাতুর মূর্তি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সুনীল কুমার (৩৩) ও সন্তোষ কুমার পাসওয়ান (৩৬) নামের দুই ব্যক্তিকে।
দুজনই বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা।গোপন সূত্র খবর পেয়ে রবিবার সন্ধে ৭টা নাগাদ যৌথ অভিযান চালায় পুলিশ ও শুল্ক দপ্তর। বাগডোগরা ও নকশালবাড়ির মাঝের এলাকায় হাতেনাতে ধরা পড়ে দুই অভিযুক্ত। উদ্ধার হয় ১২.৭৮০ কেজির এই বিরল মূর্তিটি। মূর্তিটি কতটা প্রাচীন? এর আনুমানিক মূল্য কত হতে পারে? তা নিয়ে ধন্দে ছিলেন পুলিশ ও শুল্ক দপ্তরের কর্তারা। সেই কারণেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় সেটিকে।
গবেষণার পর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানান, অষ্টধাতুর এই সীতার মূর্তিটি কেবল প্রাচীন নয়- বিরলও বটে। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। ঘটনার পর থেকেই বাগডোগরা ও নকশালবাড়ি লাগোয় অঞ্চলের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না তা জানা চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে ভারত-নেপাল সীমান্তে কেমন করে দিনের পর দিন এই চোরাচালানের কারবার ধৃতরা চালিয়ে যাচ্ছে তার হদিশ পাওয়ারও চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:৪০ ৪৪০ বার পঠিত