ভারতে বহুমূল্য ও বিরল অষ্টধাতুর মূর্তি উদ্ধার

Home Page » বিশ্ব » ভারতে বহুমূল্য ও বিরল অষ্টধাতুর মূর্তি উদ্ধার
সোমবার, ১২ জুন ২০১৭



ভারতে বহুমূল্য ও বিরল অষ্টধাতুর মূর্তি উদ্ধার বঙ্গ-নিউজঃ ভারত ও নেপাল সীমান্ত থেকে উদ্ধার হয়েছে সনাতন ধর্মের দেবী সীতার একটি বিরল অষ্টধাতুর মূর্তি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সুনীল কুমার (৩৩) ও সন্তোষ কুমার পাসওয়ান (৩৬) নামের দুই ব্যক্তিকে।

দুজনই বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা।গোপন সূত্র খবর পেয়ে রবিবার সন্ধে ৭টা নাগাদ যৌথ অভিযান চালায় পুলিশ ও শুল্ক দপ্তর। বাগডোগরা ও নকশালবাড়ির মাঝের এলাকায় হাতেনাতে ধরা পড়ে দুই অভিযুক্ত। উদ্ধার হয় ১২.৭৮০ কেজির এই বিরল মূর্তিটি। মূর্তিটি কতটা প্রাচীন? এর আনুমানিক মূল্য কত হতে পারে? তা নিয়ে ধন্দে ছিলেন পুলিশ ও শুল্ক দপ্তরের কর্তারা। সেই কারণেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় সেটিকে।

গবেষণার পর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানান, অষ্টধাতুর এই সীতার মূর্তিটি কেবল প্রাচীন নয়- বিরলও বটে। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। ঘটনার পর থেকেই বাগডোগরা ও নকশালবাড়ি লাগোয় অঞ্চলের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না তা জানা চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে ভারত-নেপাল সীমান্তে কেমন করে দিনের পর দিন এই চোরাচালানের কারবার ধৃতরা চালিয়ে যাচ্ছে তার হদিশ পাওয়ারও চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৪০   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ