সোমবার, ১২ জুন ২০১৭

বাংলাদেশ না ভারত, সেমিতে ফেভারিট কে?

Home Page » ক্রিকেট » বাংলাদেশ না ভারত, সেমিতে ফেভারিট কে?
সোমবার, ১২ জুন ২০১৭



বাংলাদেশ না ভারত, সেমিতে ফেভারিট কে?বঙ্গ-নিউজঃ পাকিস্তানকে হারানোর স্মৃতি এখনও টাটকা। সেই স্মৃতি টাটকা থাকতে থাকতেই এবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে লড়াই দুই প্রতিবেশী দেশের, বাংলাদেশ বনাম ভারত। এমনিতে শক্তির বিচারে ভারতকে কোনো অংশে ছেড়ে কথা বলে না বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবেতেই ভারতের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ। আর তাই বাংলাদেশকে হালকাভাবে নিয়ে ভুল করতে চায় না ভারত। এর মাঝে নিউজিল্যান্ডকে কিছুদিন আগেই খাদের কিনারা থেকে হারিয়ে ফিরেছে বাংলাদেশ। আর এই জন্য ভারতের কাছে আরো বেশি গুরুত্ব রয়েছে বাংলাদেশের।সাকিব আল হাসান ও মাহমুদ উল্লাহর জুটি এখন বিশ্ব ক্রিকেটেরই সমীহ আদায় করে নিয়েছে। পাশাপাশি ওপেনার তামিম ইকবালও স্বপ্নের ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, দুই দলের বিরুদ্ধেই রান পেয়েছেন তিনি। তবে এ কথা মানতেই হবে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টির আনুকুল্য না পেলে হয়তো শেষ চারের মুখ দেখা হতো না বাংলাদেশের। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটাররা এখন থেকেই ভারতকে হারানোর ছক কষতে শুরু করে দিয়েছেন।

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে পা হড়কানো বাদ দিলে এখনও পর্যন্ত ভারত কিন্তু চলতি টুর্নামেন্টে নিখুঁত ক্রিকেট উপহার দিয়েছে। ব্যাটিং হোক বা বোলিং ভারতীয়রা প্রতি মুহূর্তেই নিজেদের প্রমাণ করে দিচ্ছেন। উঠতি তারকা হিসেবে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রিত বুমরাহরাও নিজেদের প্রতিষ্ঠিত করার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফিকে। কোনো সন্দেহ নেই, বিরাট কোনো অঘটন না ঘটলে ১৫ তারিখে ভারত না বাংলাদেশ কে জিতবে তা এখনও ঠিক করে বলা দুষ্কর। তবে এটুকু বলা যায়- খেলায় হবে দুর্দান্ত যুদ্ধ।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৪০   ৩৯৭ বার পঠিত