রবিবার, ১১ জুন ২০১৭

সাভারে ছাত্রীকে অপহরণ-ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Home Page » সারাদেশ » সাভারে ছাত্রীকে অপহরণ-ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
রবিবার, ১১ জুন ২০১৭



সাভারে ছাত্রীকে অপহরণ-ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তারবঙ্গ-নিউজঃ ঢাকার অদূরে সাভারে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে স্কুলটির এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে আশুলিয়ার জিরাব এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার এবং শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম জসিম উদ্দিন (৩০)। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।সাভার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, শুক্রবার সাভারের শিমুলতলা থেকে জসিম উদ্দিন ওই ছাত্রীকে অপহরণ করেন। পরে ঢাকার একটি হোটেলে নিয়ে রাতে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার সাভার মডেল থানায় শনিবার একটি অপহরণ মামলা করলে পুলিশ শনিবার গভীর রাতে আশুলিয়ার জিরাবো এলাকার ওই শিক্ষকের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার এবং শিক্ষককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া জসিম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ছাত্রীটি তার কাছে দীর্ঘদিন ধরে কোচিং করতে আসে। এরই এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তিনি ওই ছাত্রীকে অপহরণ করেননি। মেয়েটি স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছে। আজ রবিবার দুপুরে ১৫ বছর বয়সী ওই ছাত্রীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আজ ওই শিক্ষকের পরিবার থানার সামনে আসলে এলাকাবাসী ধাওয়া দিলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ায় সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৪   ৫১১ বার পঠিত