রবিবার, ১১ জুন ২০১৭

বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল : উপমন্ত্রী জ্যাকব

Home Page » জাতীয় » বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল : উপমন্ত্রী জ্যাকব
রবিবার, ১১ জুন ২০১৭



বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল : উপমন্ত্রী জ্যাকববঙ্গ-নিউজঃ পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বে দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনা মূল্যে সকল শিক্ষার্থীদের বই বিতরণ করছেন আওয়ামী লীগ সরকার।

কোন শিক্ষার্থী যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রাথমিক স্তর থেকে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীদের স্কুলে শিক্ষার সু ব্যাবস্থা গ্রহণের জন্য প্রত্যেকটি উপজেলায় উন্নতমানের আধুনিক ভবন নির্মাণ করছেন এ সরকার। প্রত্যেক বিদ্যালয়ে যেন খেলার মাঠ থাকে সে দিকেও নজর দিয়েছেন। শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করার সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল।

আজ রবিবার সকালে মনপুরা উপজেলার হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মনপুরা উপজেলায় কোন কাচা রাস্তা থাকবেনা। পর্যায়ক্রমে সকল কাঁচা রাস্তা পাকা করণ করা হবে। মনপুরা মানুষের প্রধান সমস্যা নদী ভাঙন। ইতিমধ্যে নদী ভাঙন রোধর জন্য ১৯২ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ শুরু হবে।

মনপুরায় দ্বিতল ডাকবাংলো, সাব রেজিষ্টার ভবন নির্মাণ, অডিটরিয়াম, খাদ্য গুদাম নির্মাণ, নতুন শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ, আধুনিক কোর্টভবন নির্মাণ, ফায়ার সার্ভিস ভবন নির্মানসহ রাস্তা পাকা করণ, বাজার উন্নয়নসহ অসংখ্য উন্নয়নমুলক কাজ করেছি। মনপুরাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সবকিছুই করা হচ্ছে। আধুনিক উপজেলা হিসেবে গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তথ্য প্রযুক্তি আমরা গ্রাম পর্যায় পর্যন্ত পৌছে দিতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে চার তলা একাডেমিক ভবন উদ্বোধনের আগে হাজির হাট ইউনিয়ন পরিষদদে দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ করেন প্রধান অতিথি। শাড়ি বিতরন শেষে ভূইয়ার হাট প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজ ও বিকল্প সড়ক ভিত্তিপস্তর উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৪:২২   ৪৩৯ বার পঠিত