রবিবার, ১১ জুন ২০১৭

মাদারীপুরে ইটের আঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

Home Page » সারাদেশ » মাদারীপুরে ইটের আঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ
রবিবার, ১১ জুন ২০১৭



মাদারীপুরে ইটের আঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ  বঙ্গ-নিউজঃ মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের লোহারডাঙ্গা গ্রামে শনিবার সন্ধ্যায় ইটের আঘাতে আবুল কালাম বেপারী (৬৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে পারিবারিকভাবে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়, পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলীর লোহারডাঙ্গা গ্রামের আবুল কালাম বেপারী প্রায় দুই বছর আগে প্রতিবেশী সোহরাব বেপারীর স্ত্রী পারভিন বেগম ও তার মেয়ে সোনিয়ার কাছে ধান দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা ঋণ দেয়।

শনিবার সন্ধ্যায় সেই টাকা চাইতে গেলে সোহরাব বেপারীর ছেলে পান্নু বেপারী ও তার পরিবারের লোকজন আবুল কালাম বেপারী সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পান্নু বেপারী কথাকাটাকাটির একপর্যায়ে আবুল কালাম বেপারীকে ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। অপরদিকে ঘটনার পর থেকে পান্নু বেপারীসহ পরিবারের লোকজন পালিয়ে গেছে।

মাদারীপুর সদর থানার ওসি মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:৪৯   ৩৮৭ বার পঠিত