শনিবার, ১০ জুন ২০১৭

লক্ষ্মীপুরে মোনাজাত না করাকে কেন্দ্র করে হামলায় নিহত ১

Home Page » সারাদেশ » লক্ষ্মীপুরে মোনাজাত না করাকে কেন্দ্র করে হামলায় নিহত ১
শনিবার, ১০ জুন ২০১৭



বঙ্গ-নিউজঃ লক্ষ্মীপুরে সদর উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদে নামাজের পর মোনাজাত না করাকে কেন্দ্র করে হামলায় নুর হোসেন নামে এক মুসল্লি নিহত হয়েছেন। এসময় নিহতের বড় ভাই জাকির হোসেনও আহত হন। এ ঘটনায় শনিবার সকালে মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদের ঈমামকে আটক করে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে মসজিদের ইমাম পক্ষ নেয়া লোকজনের হামলায় ওই দুইভাই গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় নুর হোসেনেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে মারা যান। নিহত নুর হোসেন স্থানীয় মৃত রফিক উল্লাহর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদের ঈমাম মো. আল আমিন নামাজের পর মোনাজাত করতেন না। শুক্রবার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জুম্মার নামাজের পর এ বিষয়ে জিজ্ঞাসা করলে ঈমাম উত্তেজিত হয়ে তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। এসময় ঈমামের পক্ষ ও কমিটির পক্ষের লোকজন বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এর জের ধরে রাতে তারাবির নামাজের পর ঈমামের পক্ষ নিয়ে স্থানীয় দেলোয়ারসহ কয়েকজন মাথায় লাল ফিতা বেধে দুই ভাইকে বেধড়ক মারধর করে। ঈমাম আল আমিন চাঁদপুরের বিশ্বপুর গ্রামের মো. দুলালের ছেলে।

এদিকে নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

লক্ষ্মীপুর মডেল থানার ওসি লোকমান হোসেন জানান, নিহত নুর হোসেনের মরদেহ ঢাকা থেকে নিয়ে আসলে ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মসজিদের ঈমামকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:১৮   ৩২৭ বার পঠিত