শুক্রবার, ৯ জুন ২০১৭

‘উইলিয়ামসনকে আটকাতে কোনো না কোনো পরিকল্পনা আছে’

Home Page » ক্রিকেট » ‘উইলিয়ামসনকে আটকাতে কোনো না কোনো পরিকল্পনা আছে’
শুক্রবার, ৯ জুন ২০১৭



'উইলিয়ামসনকে আটকাতে কোনো না কোনো পরিকল্পনা আছে'বঙ্গ-নিউজঃ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ  শুত্রুবার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ। আর এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

এ জন্য ব্ল্যাক ক্যাপ অধিনায়ক উইলিয়ামসনকে নিয়ে টাইগারদের কোনা পরিকল্পনা আছে কিনা তারও ইঙ্গিত দিলেন অধিনায়ক মাশরাফি।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে(উইলিয়ামসন) আটকানোর জন্য বোলারদের অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা আছে। দলের কোচিং স্টাফের সঙ্গে বোলাররা এই ব্যাপারে কথাও বলেছে। উইলিয়ামসন দারুণ ছন্দে আছে। তবে আমরা শুধু উইলিয়ামসনকে নিয়ে ভাবছি না। তাদের গাপটিলের মতো ব্যাটসম্যান আছে, যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কাজেই নিউজিল্যান্ড দলের সব ব্যাটসম্যানদের নিয়েই আমাদের পরিকল্পনা সাজাতে
হবে। ‘

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা উইলিয়ামসন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৯৭ বলে ১০০ রান করেন। পরের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৯৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে ধারাবাহিকতার প্রমাণ দেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:০২   ৩৭৮ বার পঠিত