শুক্রবার, ৯ জুন ২০১৭

গাড়ির নিরাপত্তা দেবে ব্লাকবেরির সফটওয়্যার

Home Page » এক্সক্লুসিভ » গাড়ির নিরাপত্তা দেবে ব্লাকবেরির সফটওয়্যার
শুক্রবার, ৯ জুন ২০১৭



গাড়ির নিরাপত্তা দেবে ব্লাকবেরির সফটওয়্যারবঙ্গ-নিউজঃ গাড়ির নিরাপত্তায় ব্লাকবেরি উন্মোচন করল নতুন সফটওয়্যার প্ল্যাটফর্ম। এর নাম রাখা হয়েছে ‘কিউএনএক্স হাইপারভিজর ২.০’।

সফটওয়্যার প্ল্যাটফর্মটি অনিরাপদ বন্ধুর পরিবেশ থেকে নিরাপদ পরিবেশকে বিভক্ত এবং বিচ্ছিন্ন করতে ডেভেলপারদের সহায়তা করবে বলে জানা গেছে। কিউএনএক্স এসডিপি ৭.০ ভিত্তিক প্ল্যাটফর্মটি ৬৪-বিট এমবেডেড অপারেটিং সিস্টেম।এ ব্যাপারে ব্লাকবেরি কিউএনএক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন ওয়াল বলেন, ব্লাকবেরির কিউএনএক্স হাইপারভিজর ২.০ এ ধরনের আক্রমণ থেকে গাড়িকে রক্ষা করবে। এ প্রসঙ্গে কোয়ালকম টেকনোলজিসের অটোমোটিভ প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট নাকুল ডাগ্গাল বলেন, ‘আমাদের স্ন্যাপড্রাগন অটোমোটিভ প্ল্যাটফর্মের ডেভেলপারদের কিউএনএক্স হাইপারভিজর ২.০ সহায়তা করবে। ‘

এছাড়া নির্দিষ্ট ডিজিটাল ককপিট সল্যুশনের অংশ হিসেবে কোয়ালকম টেকনোলজিস কিউএনএক্স হাইপারভিজর ২.০ অধিগ্রহণ করেছে। ব্লাকবেরি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫০:৩৩   ৪৯৩ বার পঠিত