শুক্রবার, ৯ জুন ২০১৭
“বস ২ যথাযথ নিয়ম মেনেই যৌথ প্রযোজনা হয়েছে”
Home Page » বিনোদন » “বস ২ যথাযথ নিয়ম মেনেই যৌথ প্রযোজনা হয়েছে”ওমর সানিঃ বঙ্গ নিউজঃ বস-২ ও প্রিভিউ কমিটি ঃ
বস২ সিনেমা প্রিভিউ কমিটি দেখে বলেছে, বাংলাদেশ থেকে তেমন কোন আর্টিস্ট নেওয়া হয় নাই ।
শুধু নুসরাত ফারিয়া ও আমিত হাসান ছিল ।
প্রিভিউ কমিটিতে মূলত বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন থাকে আর চলচ্চিত্র থেকে পরিচালক গুলজার সাহেব ও প্রযোজক দিলু ভাই থাকেন ।
বস২ তে নিন্মুক্ত শিল্পীরা অভিনয় করেছেন ঃ
১। নুসরাত ফারিয়া
২। অমিত হাসান
৩। নাদের চৌধুরী
৪। সুষমা সরকার
৫। আমিন সরকার
৬। সীমান্ত
৭। সাহেদ আলী
৮। দেলোয়ার
৯। ফারুক
১০। রাজা
১১। কাদের
১২। নেপালি
১৩। তাসনিয়া
১৪। জেবা
১৫। সাজিদ
১৬। জয়
বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এদের সবাইকে নাও চিনতে পারে । কিন্তু এদের তো গুলজার সাহেবের চেনার কথা ! তাহলে উনি কি চিনেও না চেনার ভান করেছে, জাজের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে । তাহলে তো উনি নিরপেক্ষতা হারিয়েছেন । সেই ক্ষেত্রে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব উনাকে প্রিভিউ কমিটি থেকে সরিয়ে দেয়া ।
আবার যদি উনি সত্যি না চিনে থাকেন, তাহলে তো উনি অযোগ্য এই পদে, সেই ক্ষেত্রেও উনাকে এই পদ থেকে সরিয়ে দেয়া উচিত ।
মুল কথা, বস২ যথাযথ নিয়ম মেনেই যৌথ প্রযোজনা হয়েছে । কিন্তু শুধু মাত্র গুলজার সাহেবের অযোগ্যতা অথবা নিরেপক্ষহীনতার কারণেই এই চলমান সমস্যা তৈরি হয়েছে ।
নবাব সিনেমার ক্ষেত্রেও গুলজার সাহেব একই ঘটনা ঘটাবে ।
তাই সরকারের কাছে আবেদন, গুলজার সাহেব কে প্রিভিউ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হোক ।
সবারই মনে রাখা উচিত, হল বাচলেই চলচ্চিত্র বাঁচবে । গত ঈদ এ শিকারি এবং বাদশা যেমন অনেক হল বন্ধ হওয়া থেকে রক্ষা করেছে তেমনি নবাব ও বস২ এই ঈদ এ মুক্তি না পেলে অনেক হল বন্ধ হয়ে যাবে ।
শুধু মাত্র নেতাগিরি করার জন্য দয়া করে হল বন্ধ করবেন না , হল বন্ধ হলে কিন্তু নেতাগিরি করার জায়গা থাকবে না ।
হল বাচাই, চলচ্চিত্র বাচাই ।
জয় হোক বাংলা চলচ্চিত্রের ।। নিউজ সুত্রঃ Jazz Multimedia
বাংলাদেশ সময়: ১১:৫৯:৪৯ ৬৩৩ বার পঠিত