শুক্রবার, ৯ জুন ২০১৭
বিটিআরসি ইন্টারনেটের দাম কমানোর কাজ করছে
Home Page » প্রথমপাতা » বিটিআরসি ইন্টারনেটের দাম কমানোর কাজ করছে
বঙ্গ-নিউজ:বাংলাদেশে ইন্টারনেটের দাম কমানোর কাজ শুরু করেছে বিটিআরসি। গত কয়েক মাস আগে থেকে দাম কমানোর এই প্রক্রিয়া শুরু করেছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই দাম কমানোর প্রভাব পড়বে গ্রাহক পর্যায়ে।
দাম কমানো চূড়ান্ত করার আগে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মাধ্যমে কস্ট মডেলিং বা দামের মূল্যমান যাচাইয়ের কাজ করছে বিটিআরসি। এর আগে আইটিইউ বিনামূল্যে বাংলাদেশকে কস্ট মডেলিং করে দিয়েছিলো। কিন্তু এবার অর্থের বিনিময়ে তাদেরকে কাজ করাতে হবে বিটিআরসির।
২০১৫ সালে অপারেটর পর্যায়ে সর্বশেষ দাম কমিয়েছিলো বিটিআরসি। কিন্তু গ্রাহক পর্যায়ে দাম কমানোর প্রভাবটা ঠিক মতো পড়েনি। ফলে ২০০৫ সালে যে দামে ইন্টারনেট কিনতে হতো, এখনো প্রায় সেই দামেই ডাটা কিনতে হয় গ্রাহকদের।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দীর্ঘ দিন ধরে গ্রাহকরা অনুরোধ করে আসছে বিটিআরসিকে। কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কখনোই কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে এবার গ্রাহক পর্যায়ে উপকারে আসবে এমন কিছু করতে চাইছে বিটিআরসি।
বাংলাদেশ সময়: ৮:৫৯:৫৭ ৪০৯ বার পঠিত