বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
হঠাৎ হাতীবান্ধায় অটো ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীসহ শ্রমিকের হাতাহাতি !
Home Page » বিবিধ » হঠাৎ হাতীবান্ধায় অটো ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীসহ শ্রমিকের হাতাহাতি !
বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাট জেলার হাতীবান্ধায় অটো রিক্সার ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী ও অটো শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুরে বড়খাতা বাসষ্টান্ডে এ ঘটনা ঘটে।
উপজেলার শহিদুল হোসেন অটো রিক্সার যাত্রী উপজেলার দিঘিরহাট থেকে অটো রিক্স যোগে বড়খাতা বাজারে আসলে অটো রিক্সার শ্রমিক ১৫ টাকা দাবী করেন এঘটনায় অটো চালকের সাথে হাতাহাতি শুরু হয়। এক পযায়ে স্থানীয়রা তা সমাধান করেন। হাতীবান্ধা উপজেলায় অটো রিক্সার হঠাৎ ভাড়া বৃদ্ধিতে এমন ঘটনা প্রতিদিনেই ঘটেছে।
এক কলেজ ছাত্ররা জানান, অটো রিক্সার ভাড়া না কমালে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করবেন বলে জানান।
উল্লেখ্য: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় হঠাৎ অটো রিক্সা ভাড়া বৃদ্ধি করেছেন অটো শ্রমিকরা । গত ৪ দিন ধরে ভাড়া বৃদ্ধির ফলে সাধারন যাত্রী ও শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বিপাকে ।
কোন কিছু না বলেই হঠাৎ ভাড়া বৃদ্ধিতে সাধারন যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আগে বড়খাতা খেকে হাতীবান্ধা ভাড়া ছিল ১০ টাকা এখন ৫ টাকা বাড়িয়ে ১৫ টাকা,হাতীবান্ধা থেকে মিলন বাজার ৫ টাকা ভাড়া ছিল তা বর্তমানে ১০ টাকা ভাড়া বৃদ্ধি করছেন । এদিকে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কাজ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও তর্কে জড়িয়ে পরছেন শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫১ ২৭৯ বার পঠিত