বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
তাপমাত্রা কমবে, বজ্রসহ বৃষ্টিও হতে পারে
Home Page » প্রথমপাতা » তাপমাত্রা কমবে, বজ্রসহ বৃষ্টিও হতে পারেবঙ্গ-নিউজঃ আজ ৮ জুন বৃহস্পতিবার দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গা এই আবহাওয়া পূর্বাভাষের অন্তর্ভূক্ত হবে।
এছাড়া আবহাওয়া অধিদফতরের বিবৃতি অনুযায়ী, বর্তমানে টাঙ্গাইল, মাদারীপুর, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী ও বরিশাল অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে এই মৃদু তাপপ্রবাহ কিছু কিছু অঞ্চলের উপর থেকে কমে যাওয়া ছাড়াও আজ সারাদিনের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া গতকাল বুধবার সৈয়দপুর ও রাজারহাটে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি ছিলো গতকালের দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৭ ২৮৩ বার পঠিত