বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭

ভারতের মধ্য প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণ: নিহত ২৫

Home Page » প্রথমপাতা » ভারতের মধ্য প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণ: নিহত ২৫
বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭




বঙ্গ-নিউজঃ ভারতের মধ্য প্রদেশে একটি আতশবাজির কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো আটজন।বুধবার বিকেলে মধ্য প্রদেশের বালাঘাট জেলার খারি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বার্সা নামে ওই আতশবাজির কারখানাটিতে ঘটনার সময় পুরোদমে কাজ চলছিল।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, বিস্ফোরণের সময় কারখানায় কমপক্ষে ৪৫ কর্মী কাজ করছিলেন। কারখানাটিতে প্রথমে আগুন লাগে এবং এর পরপরই আতশবাজি এবং বারুদে ভর্তি কারখানায় একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে।

আহত সবার অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারবর্গের প্রতি শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি নিহতদের পরিবার প্রতি দু’‌লক্ষ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার পুরো খরচও রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ৯:৫৩:৩৫   ৪৩০ বার পঠিত